সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
ঢাকা থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দোহা নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।
বিমান আগেই জানিয়েছিল, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে কাতারপ্রবাসী যাত্রীদের জন্য। তবে প্রথমদিকে কাতারের দোহা থেকে এখন সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউ এস বাংলা এয়ারলাইনস। আগামী কিছুদিন পর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও সোমবার এই দুটি ফ্লাইট দোহা থেকে ঢাকায় যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে।
তবে কাতার এয়ারওয়েজ দোহা থেকে এখনো কোনো কাতারপ্রবাসী যাত্রী গ্রহণ করছে না। কবে থেকে তা শুরু হবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com