সিলেট ২১শে মে, ২০২২ ইং | ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার শুরু হচ্ছে। তবে এতে অংশ নিতে পারবেন নির্ধারিত ৯৩ জন সংসদ সদস্য।
সংসদে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমন সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে। একইসঙ্গে অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যদের সংসদের যাওয়ার জন্য উৎসাহ দেয়া হয়েছে।
গতকাল রোববার প্রথম কার্যদিবসে অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকারসহ উপস্থিত সংসদ সদস্যরাও মাস্ক পরেছিলেন। আর সবার জন্য নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছিল।
এ বিষয়ে সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আরটিভি নিউজকে বলেন, করোনার স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই ৯৩ জনকে সংসদে আসার জন্য বলা হয়েছে। আগামীকাল আবার অন্যরা সুযোগ পাবেন।
জানা গেছে, আগামী বুধবার এবারের চারদিন ব্যাপী সংক্ষিপ্ত অধিবেশনটি শেষ হচ্ছে। এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com