সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
শেরগুল আহমেদ
—————————–
বদলা চাও তো
হিংসার অনির্বাণ অগ্নি
জ্বেলে দাও
যার লেলিহান শিখায়
ছাই হয়ে যাবে
তোমার হাজার বছরের
অর্জিত মহিমা,
নিন্দিত হবে শ্রেষ্ঠত্বের সম্ভ্রম।
বদল চাও তো
নির্বাণ লাভ করো
ভালোবাসায় পুড়িয়ে
শরীর তনু মন,
যার মন্ত্র ছড়িয়ে যাবে
আকাশে বাতাসে
উর্ধ্ব গগনে অবিরাম
নন্দিত হবে দৃঢ় বন্ধন।
বদল ও বদলার প্রতিযোগিতা
চলছে নিরন্তর
কে হারবে কে জিতবে
কোথায় গিয়ে ঠেকবে
যুগ যুগের বারমেসে আসর
চুড়ান্ত খেলার আমরণ লড়াই
দর্শক আমরা সবাই
টানটান উত্তেজনায়।
জানি জয় আনবে ছিনিয়ে
ভালবাসার দল
দেখেছি কতো হিংসার লড়াই
দেখেছি কতো হানাহানি জিঘাংসা
অবশেষে সবাই লুটিয়ে পড়েছে
ভালোবাসা আর শান্তির অমোঘ ছায়াতলে,
হিংসার হয়েছে তীব্র পরাজয়
চির ভাস্বর ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com