সিলেট ৩রা মার্চ, ২০২১ ইং | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
সু.ডাক ডেস্ক: আমাদের অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহার করে হাঁটা ও সাইকেলবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার দিকে মনযোগী হতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্স ঢাকা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উন্নত দেশে অনেকেই অর্থবান হলেও গাড়ি কেনার প্রতি আগ্রহী হন না। আমাদেরও অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহার করে হাঁটা ও সাইকেলবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার দিকে মনযোগী হতে হবে। ’ মন্ত্রী বলেন, ‘আজকের আধুনিক শহরগুলো একসময় অপরিকল্পিত শহরের তালিকায় ছিল। পরিকল্পনায় স্বাস্থ্য ও পরিবেশ প্রাধান্য দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা শহরগুলো আধুনিকায়নে কাজ করে যাচ্ছি।’ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডব্লিউবিবির পরিচালক গাউস পিয়ারী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com