সিলেট ২৬শে জুন, ২০২২ ইং | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
শেরগুল আহমেদ
—————————-
কুহেলিকা চোখে থাকি
নিরন্তর,
জগতে ঘটে যায়
অতি ভিন্নতর,
বলতে চাই বলিনা
কারণ ভীতিকর,
চলি শুধু চলতে হয় তাই,
নয় ক্ষতিকর।
কেউ বলে কেউ শুনে
তবু অপ্রীতিকর,
এতো চেনা তবুও অচেনা
এই নাট্যশালায়,
প্রতিদিন প্রতিমুহূর্ত দেখি
ভুমিকা বিস্তর,
ভান করে চলি
যদিও কষ্ট হয় অতিশয়।
আর কতো অভিনয়
মঞ্চের চৌসীমায়?
নকল সেজে থাকি
আর ভাবি নিরালায়,
কখন আসবে আসল
ভাঙ্গাতে তিমির অন্ধকার।
ততোদিন মুখোশ পরে থাকি,
চোখে ধোঁয়াশা।
চাই মুক্ত বিহঙ্গের
অবারিত আকাশ,
দৃপ্ত কন্ঠে বলতে চাই
অসঙ্গতি কেন?
ভীতিহীন চারপাশে
শান্তির বারতা,
প্রাণে আনুক আনন্দ
প্রশান্তির ঝরনা।
—————————————–
সুনামগঞ্জ
আগস্ট/২২,২০২০খ্রীঃ
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com