সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এপ্রিল মাসে অনুষ্ঠেয় স্থগিত নির্বাচন আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি কতৃক গঠিত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জনাব মোহাম্মদ সুহেল মাহমুদের ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মেয়াদোত্তীর্ণ নির্বাচন বিগত ০৪ এপ্রিল,২০২০খ্রীঃ অনুষ্ঠিত হওয়ার তারিখ ও সময়সূচী ধার্য্য ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর প্রকোপের কারণে গত ২৫ মার্চ ২০২০খ্রী উক্ত নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
বর্তমান পরিস্হিতিতে মন্ত্রী পরিষদ বিভাগ ও স্বাস্হ্য মন্ত্রণালয়ের প্রদত্ত নির্দেশণার আলোকে স্বাস্থ্যবিধি অনুসরণের শর্ত সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রীঃ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচনে অংশগ্রহন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com