সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
সু.ডাক ডেস্ক:সাতক্ষীরার ভোমরার ওপারে ভারতীয় সীমান্তে আটকে পড়া পেঁয়াজ আসতে শুরু করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৮ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে আমদানি করেছে ব্যবসায়ীরা । পেঁয়াজ আমদানির বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এ্যসোসিয়েশন নেতারা জানান, যে সকল পেঁয়াজের ট্রাক অনুমোদন পেয়ে ভারতীয় পাশে আটকা পড়ে আছে পেঁয়াজ বোঝাই সেই ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে।ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, ভারত থেকে পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে। দিল্লি সরকার ভোমরাসহ তিনটি বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজ বোঝাই ৩৫০ ট্রাক আটকা পড়ে আছে বলে ব্যবসায়ী আমদানিকারকরা জানান। সেখানে রোদের তাপে পেঁয়াজে পঁচন ধরে নষ্ট হতে চলেছে ।ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, অনুমতি পাওয়া পেঁয়াজ ভর্তি ৩৮টি ট্রাক স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছে। সীমান্তের অপরপশে অর্থা ভারতে আরো ১২৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়ে আছে। শনিবার সারাদিনে মোট ৯৩০ মোট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com
মন্তব্য