সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ ইং | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
সু.ডাক ডেস্ক:
র্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাউরকাপন এলাকা থেকে দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি একেএম কামরুজ্জামান।
র্যাব জানায়, অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাউরকাপন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার ও জব্দ করেছে র্যাব-৯। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com