সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ ইং | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে আরো ১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলা ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এর মধ্যে ১৫৩ জন সুস্থ্য হয়েছেন।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর ) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়। নতুন আক্রান্ত ব্যক্তি জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৫৩ জন। অপর আক্রান্ত ১২ জন হোম আইসোলেশনে আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com