সিলেট ২৬শে মে, ২০২২ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
শেরগুল আহমেদ
——————————
প্রযুক্তির কলাকৌশল ধাবমান
পাগলা ঘোড়ার মতো অস্থির
চিন্তার স্নায়ুগুলো ক্রমশ অবশ
করে দিয়ে শুধু ক্ষান্ত নয়
মানবিক ক্রিয়াগুলো করছে দুর্বল।
আঙুলের মৃদু চাপ বা স্পর্শে
পৃথিবী পরিভ্রমন করে অনায়াসে
যেন এক পৃথিবী এক দেশ
এক ছাতার নীচে বেতার জালে আবদ্ধ
ভিসাহীন অসীম বাধাহীন যাতায়াত।
হাতের মুঠোয় এসেছে সবই বন্ধুত্বহীন সম্পর্কহীন এক বিচ্ছিন্ন মায়ার ভিতর
এখানে নেই কোনো
অনুভূতি মমতার বিচরণ
ব্যস্ত সবাই বন্দী ঘরে মনিটরের রঙিন জগতে।
একই ঘরে বসবাস তারপরও পরবাস
আপনজন বিচ্ছিন্ন মমতা করে গ্রাস
এভাবেই চলছে প্রযুক্তির উন্নয়ন
পিছনে ফেলে মানবিকতা নৈতিকতা
গুরুজন দেখে বলে সব সর্বনাশ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com