সিলেট ২৩শে মে, ২০২২ ইং | ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ সদর উপজেলার ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)’র আওতায় জাইকার সহযোগিতায় সদর উপজেলার কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, চরমহল্লা উচ্চ বিদ্যালয়, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই বেঞ্চ বিতরণ করা হয় ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেঞ্চ বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলার মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার আরিফুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির হিসাব রক্ষক সমীর বিশ্বাস, প্রকল্পের ফেসিলেটিটর শেখ আব্দুর রব, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com