সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় “জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চতবাজার ও ধাপখাই গ্রামের আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় প্রকল্প পরিদর্শনকালে তিনি চকবাজার গ্রামের উপকারভোগী চম্পা বেগম ও তার স্বামী মোঃ হানীফ উল্লাহ’র সাথে কথা বলেন। তারা উভয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করে বলে জানান। জেলা প্রশাসক তাদের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এরপর জেলা প্রশাসক একই ইউনিয়নের ধাপখাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী নওয়াব আলী এবং আব্দুল কাইয়ুম এর বাড়ী পরিদর্শন করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ; সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com