সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ ইং | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইসলামপুর ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার উপজেলার ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন পিয়াইন নদীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির এসব অর্থদন্ড প্রদান করেন। নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশালের বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লক্ষ ৫০হাজার টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদরের মোঃ মিরাজকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com