সিলেট ২২শে মে, ২০২২ ইং | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ৫ টি নৌকা ও ১৫ জন মাঝিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় সদর ইউনিয়নের সুন্দরপই গ্রামের পাশ থেকে বালুভর্তি ৫ টি নৌকাসহ ১৫ জন মাঝিকে আটক করা হয়েছে। আটককৃত ৫ টি নৌকার মধ্যে ৩ টি ষ্টীল বডি ও ২ টি কাঠ বডির নৌকা।
আটককৃত মাঝিরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের পুত্র মঈন উদ্দিন(২৫), মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইল্লাছ আলীর পুত্র আব্দুল মন্নান(৬০), সাইদুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (১৮) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র সাকাল মিয়া(৫৫), আলাল মিয়ার পুত্র মো.সুহেল মিয়া(২৮), বাজিতপুর গ্রামের মৃত জালু মিয়ার পত্র ছইল মিয়া(৪০),মৃত সুনাফর আলীর পুত্র ওয়াজ উল্লাহ(৪০),সুনুর মিয়ার পুত্র সুমন মিয়া(২৮), মৃত নুর আলীর পুত্র খলিল মিয়া (২৪), আরমিছ আলীর পুত্র তারেক মিয়া(২৫), মৃত রশিদ আলীর পুত্র বাবুল মিয়া(৪০), মৃত মাহমুদ আলীর পুত্র হোসিয়ার আলী (৩৫),মৃত গোলাম মোস্তফার পুত্র আতাউর রহমান(৩৫), সুন্দুফই গ্রামের আক্কল আলীর পুত্র ছালেক মিয়া(২৪), মৃত আঞ্জব আলীর পুত্র আনফর আলী (২৯)।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে ৫ টি নৌকাসহ ১৫ জন মাঝিকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com