সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ ইং | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ অক্টোবর, সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম.এ. মান্নান। সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন ২৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল জনাব মো: মাকসুদুল আলম, পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুহেল মাহমুদ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com