সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
ইফতি রহমান বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাকের সহযোগীতায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুনাম ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)এর আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন কিশোরী/মহিলাদের মধ্যে ডিগনিটি কিট বিতরন করা হয়েছে।কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে ১৪-৩৫ বছর বয়সী কিশোরী /মহিলাদের শারীরিক সুরক্ষার লক্ষ্যে ও সচেতনতা বৃদ্ধির জন্য “ডিগনিটি কিট” বিতরণ করা হয়। এর আগে সুনামগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে সচেতন মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে ও এসডিএস’র নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ব্র্যাকের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক এ কে আজাদ, ডিভিশনাল ম্যানেজার উজ্জল কবি, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি সবুজ আহমদ প্রমুখ, সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষিকা তৌহিদা আক্তার মুন্নি, কিশোরী প্রতিনিধি আমিনা আক্তার অনি, এবং এনি বেগম।অলোচনা সভাশেষে কিশোরী/মহিলাদের মধ্যে “ডিগনিটি কিট” বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। উপস্থিত ছিলেন , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ব্র্যাকের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক এ কে আজাদ, ডিভিশনাল ম্যানেজার উজ্জল কবি এসডিএস’র নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজান, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি সবুজ আহমদ, সাংবাদিক আনোয়ারুল হক, ইফতি রহমান, যুব প্রতিনিধি মুহিবুর রহমান মুহিব, মিনহাজুর রহমান অভি, নজির আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com