সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ ইং | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
ইফতি রহমান: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বর্তমান প্রেক্ষাপট ও কমিউনিটি সুরক্ষা কমিটির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর রবিবার বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাক এর সহযোগীতায় দারিদ্্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সুনাম ডেভেলপমেন্ট সোসাইটি (এস ডি এস) এর আয়োজনে স্থানীয় কমিউনিটি সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহনে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি, পাবলিক প্রসিকিউটর অ্যাড: শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী ফৌজি আরা শাম্মী এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সংলাপ অনুষ্টানের শুরুতেই সবাইকে স্বাগত জানান এস ডিএস’র নির্বাহী পরিচালক সাংবাদিক মিজানুর রহমান মিজান। প্রকল্প পরিচিতি ও কমিউনিটি সুরক্ষা কমিটির সংলাপের লক্ষ্য উদ্দেশ্য ্এবং পুরুষ ও বালকদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার উজ্জল কুবি। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কমিউনিটি সুরক্ষা কমিটির সহ-সভাপতি হাফিজ আতাউর রহমান লস্কর, কমিউনিটি সুরক্ষা কমিটির সদস্য পৌর কাউন্সিলর জাহানারা বেগম, সদস্য সমাজসেবক আপ্তাব উদ্দিন, সদস্য সাংবাদিক আনোয়ারুল হক। সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল অ্যাডভোকেট অলক চক্রবর্তি বাপ্পা, এসডিএস’র সহ-সভাপতি মুজিবুন্নেছা চৌধুরী, সাংবাদিক সুলেমান কবীর, এস ডিএস’র সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, নির্বাহী সদস্য মো:ফরিদ মিয়া, সদস্য সালমা আক্তার, নির্বাহী সদস্য মোছা: তৌহিদা আক্তার মুন্নি, সদস্য মোছা:তানজিদা তানিয়া, সদস্য মিনহাজুর রহমান অভি, সাংবাদিক মিফতাউর রহমান ইফতি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com