সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
ছাতক প্রতিনিধি:- ছাতকে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য পিকাপ সহ ৭ ডাকাতকে আটক করেছে ছাতক থানার পুলিশ।
শুত্রুবার রাতে গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে আইসত্রুীম কোম্পানির ঘরে সামনে ভাঙ্গার শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় কয়েকজন ব্যক্তি তার ঘরে তালা-ভাঙ্গার চেষ্টা করেছে। এ ঘটনা দেখে মালিক আওয়াজ ও চিৎকার শুনে আশে পাশে লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ খবর পেয়ে পুলিশ গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের একটি টাটা পিকাপের চালক জুয়েল মিয়া কে আটক করেছে । তার স্বীকরোক্তিমুলক তথ্য নিয়ে তার সহযোগীদের আটকে অভিযান শুরু করেন ছাতক দোয়ারাবাজার সাকেল এএসপি বিল্লাল হোসেন, ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান,এস আই হাবিবুর রহমান পিপিএম ও এস আই মহিন উদ্দিনের নেতৃত্বে গত শনিবার সারাদিন পৃথক পৃথক স্থানে অভিযান শুরু করে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার পৃথক পৃথক স্থানে সারি অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ এলাকার চাকলপাড়া, দীঘলী, পুরাতনবাজার ও শিবনগর নোয়াপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com