সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
মিজানুর রহমান মিজান : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে হাজার হাজার জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ২৫ অক্টোবর দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দাবির সাথে একাত্মতা জানাতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ মিছিল নিয়ে যোগ দেন।
মানববন্ধনে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, হাওর অধ্যুষিত প্রান্তিক এই জেলাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়-সহবিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন।
কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা সদরকে বঞ্চিত করে দুই কি:মি: মধ্যে এতগুলো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ রহস্যজনক। এসব প্রতিষ্ঠান করতে কাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে সেটি খতিয়ে দেখলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদর সুনামগঞ্জে স্থাপনের ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com