সিলেট ১লা মার্চ, ২০২১ ইং | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক::
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বজনীন প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক ও জেলার সর্বস্তরে দুর্গোৎসব উদ্যাপনকারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়েজনে সোমবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি বলেন, দুর্গা পূজা বাঙ্গালির সর্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দুর্গাপূজায় সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে এবং সন্ধ্যায় আমরা দেবী দুর্গাকে বিদায় জানাবো। সম্প্রীতির এই বন্ধনকে অবশ্যই আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন’র পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, পৌর মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ২৮ বিজিবি এর সহকারী পরিচালক, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাস,সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পিপি এডভোকেট শামসুননাহার শাহানা রব্বানী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা কমিটির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রণিক মিডিয়ার কর্মীবৃন্দ ।
শুভেচ্ছা বিনিময় শেষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মধ্যাহ্ন ভোজে সবাই অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,এ বছর সুনামগঞ্জ জেলায় মোট ৪১২টি পূজা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com