সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, দেশের উন্নয়নকে বেগবান করার জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং বিজ্ঞান চর্চা বাড়ানো প্রয়োজন। বিজ্ঞানের অর্জনকে টেকসই করতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ তৈরি করতে হবে। তথ্য প্রযুক্তির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। বিজ্ঞানকে জনপ্রিয় করতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার আয়োজন এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিতে হবে। ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন এর পরিচালনায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীগণ এবং স্থানিয় গণমাধ্যম কর্মীগণ। দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক জনাব পঙ্কজ কান্তি দে, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com