সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
মহানবী হযরত মুুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে জামেয়া আস আদিয়া ইসলামিয়া মাদ্রাসা। জামেয়া আস আদিয়া ইসলামিয়া হাছননগর মাদ্রাসার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্ট)-এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র জামেয়ার মুহতামিম মাও.দিলওয়ার হোসাইন। এ সময় বক্তব্য রাখেন- আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহসচিব শায়খ মাও.আব্দুল বছির, মাও.আনোয়ার হোসাইন, তেঘরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি বদরুল ইসলাম, আস আদিয়ার নায়বে মুহতামিম মাও.জামাল উদ্দিন পলাশী,শায়খুল হাদিস মুফতি আজির উদ্দিন, মুহাদ্দিস হাফিজ মাওঃ সাইফুল ইসলাম, মাও.রিয়াজ উদ্দিন, নায়বে নাজিম হাফিজ মাওঃ সৈয়দ ফেদাউল ইসলাম,পুর্ববাজার মসজিদের পেশ ইমাম মাওঃ আবুসাঈদ, হাজীপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওঃ রফিক আহমদ,মাও. জৈনউদ্দিন, মুহাঃ কাওসার আহমদ,ছাত্র নেতা হাফিজ ত্বোহা হোসাইন, জামেয়ার ছাত্র মুহা,আব্দুর রহমান। মানববন্ধন পরিচালনায় ছিলেন জামেয়ার ছাত্র আবু ইউসুফ। মানববন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন শায়খ মাও, আব্দুল বছির সাহেব।
এর আগে হাছননগরস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্ট)-এ মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com