সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসামমৎ হামিদা বেগম বলেছেন, সুনামগঞ্জের হাওর রক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করলে দুর্যোগ মোকাবেলা সম্ভব। তিনি যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুসারে “সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষায় ডুবন্ত বাঁধ নির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রম” বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুনামগঞ্জের অংশীজনের সাথে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে গতকাল সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আশরাফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ ফরিদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, নারী নেত্রী শিলা রায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, বীর প্রতীক প্রকৌশলী মো: আব্দুল হালিম, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন নেতা বিজন সেন রায়, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা ও স্থানিয় গণমাধ্যম কর্মীগণ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com