সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
সু:ডাক ডেস্ক:
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্ব পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে জুনু মিয়া (৩৩) নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নিহত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলের বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটির অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে রেফার করে। পরে শিশুটির সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতেই সে বাড়ির উদ্দেশ্য রওনা হয় কিন্তু সারা রাত পাড় হয়ে গেলে সে বাড়িতে না আসলে সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি তাকে করতে থাকলে বাড়ির সামনেই বস্তুা দিয়ে ঢাকা তার মরদেহ দেখতে পায়।নিহতের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে যারাই আমার ছেলেকে খুন করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তি চাই।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) জানান, যুবককে কারা তাকে হত্যা করেছে এখনও জানা যায়নি, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com