সিলেট ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলার সাদারাই থেকে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (২৩) উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের মোঃ মীরা মিয়ার ছেলে ।রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই-গণিপুর রাস্তার খান জেনারেল ষ্টোরের সামনে অভিযান চালায় র্যাব-৯ । মেজর মো.শওকাতুল মোনায়েম ও এএসপি বসু দত্ত চাকমার সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী রিপন মিয়াকে গ্রেফতার করে ।র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করেছে ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com