সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
সু:ডাকডেস্ক:
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পরীক্ষামূলকভাবে র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো কিটের মাধ্যমে এ পরীক্ষা শুরু হলো।অ্যান্টিজেন পরীক্ষার তত্ত্ববধানে থাকা চিকিৎসা কর্মকর্তা নওশাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, এখনও অ্যান্টিজেন পরীক্ষামূলকভাবে চলেছে। প্রতি সপ্তাহে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ফলাফল আইইডিসিআরে পাঠানো হয়। পরে সারাদেশের পরীক্ষার ফলাফল যাচাই করার পর অ্যান্টিজেনের অনুমোদন আসতে পারে। এক্ষেত্রে অ্যান্টিজেন দিয়ে পরীক্ষার অনুমোদন দেয়া হলে কম সময়ে করোনা শনাক্ত সম্ভব হবে। এ কর্মকর্তা আরও জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে গত ২৯ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাব টেকনোলজিস্ট এবং একজন চিকিৎসক কর্মকর্তার তত্ত্বাবধানে অ্যান্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষামূলকভাবে কয়েকজন রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতালে ৫০টি অ্যান্টিজেন পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। এগুলোর মধ্যে ২০টি কিট এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে। এর ১৯টিতে করোনার নমুনা পরীক্ষায় আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। একটিতে অ্যান্টিজেন কিটের পরীক্ষায় ‘পজিটিভ’ আসলেও আরটি পিসিআরে ‘নেগেটিভ’ এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com