সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে কয়লাবাহী দুই ক্যারিং ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অনুকূল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একজন কে আটক করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রামের প্রিয়সুন্দর তালুকদার- এর ছেলে। এ ঘটনায় দুটি নৌকাসহ একজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যাক্তি একই ইউনিয়নের খালিসাজুরী গ্রামের ধন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩৫)।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রাম থেকে মঙ্গলবার ভোর রাতে শ্রমিকরা বড়ছড়া শুল্ক স্টেশনে কাজের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে রওয়ানা দেন। একই সময়ে একই ইউনিয়নের খালিসাজুরী গ্রামের শ্রমিকরা ইঞ্জিন চালিত আরেকটি নৌকা নিয়ে বাগলী শুল্ক স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে অন্ধকারে পথভ্রষ্ট হয়ে পাটলাই নদীতে নবাবপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে বাগলীগামী নৌকার চালক বিল্লাল মিয়া বড়ছড়াগামী নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা অনুকূল (৩০)নামের একযুবক গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য সুধাংশু পাল জানান,পাটলাই নদীতে নবাবপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে দুটি ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার এর সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে একন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com