সিলেট ২২শে জুন, ২০২২ ইং | ৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশায় আঁখি দেবনাথ (১২) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কিশোরীর নিজ বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত কিশোরী উপজেলার মধ্যনগর ইউনিয়নের শিবরামপুর গ্রামের অজিত দেবনাথ-এর মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, আঁখির বাবা কাজের সুবাদে ফেনিতে থাকে। মাতৃহীন আঁখি বাড়িতে তার দাদির সাথে বসবাস করতো। রোববার সন্ধ্যায় আঁখির দাদি পাশের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাত নয়টার দিকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে আঁখিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে সোমবার সকাল ৭টার দিকে আঁখির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মধ্যনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, প্রতিবেশীদের অনেকেই বিষয়টি সন্দেহের চোখে দেখছেন, এটা আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখতে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com