সিলেট ১লা মার্চ, ২০২১ ইং | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ও মহামারী করোনা ভাইরাসের প্রকোপ পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে স্বাস্থ্য সচেতন করতে এবং মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে মাঠে নামছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে এবার মাঠে নেমেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জনসাধারণকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করায় উপজেলা চত্বরে ২ জনকে কড়া হুশিয়ারি দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী।
অন্যদিকে উপজেলার পাগলা বাজারে মাস্ক পরিধান না করায় এবং মুদির দোকানে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ও সংক্রমণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ১৩ জনকে ৩ হাজার ৭’শ অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়।
এ সময় তিনি বলেন, শীতের আগমনে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে ১৩ জনকে অর্থদন্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত।থাকবে বলে ও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com