সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে মাছ ধরতে গিয়ে পিন্টু দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু দাস উপজেলার রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে।জানা যায়, নিহত পিন্টু দাস ও তার ছোটভাই ঝন্টু দাস প্রতিদিনের মতো কালিয়াকুটা হাওরে মাছ ধরতে গেলে সেখানে নির্দিষ্ট স্থানে নৌকা না পেয়ে দুই ভাই খুঁজতে থাকেন। এক পর্যায়ে নিহত পিন্টু একটু দূরে নৌকাটি দেখতে পান। নৌকাটি আনতে সাঁতার দিলে নৌকার কাছাকাছি যেতেই তিনি ডুবে যান।পাশে থাকা ছোটভাই ঝন্টুর চিৎকারে হাওরে থাকা জেলেরা তাকে উদ্ধার করে সকাল ৭টায় দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য সজল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুই ভাই ছোট চিংড়ি মাছ ধরতে গিয়েছিলেন। শুনেছি কালিয়াকুটা হাওরে সাঁতরিয়ে নৌকা আনতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com