সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
সু:ডাকডেস্ক:
সিলেট নগর থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় হালিমা বেগম (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জের শিমুলতলা গ্রামের মেয়ে। তার পিতার নাম আব্দুল জলিল।
সম্প্রতি, নগরের শাহজালাল (র.) দরগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত রোববার সকালে হযরত শাহজালাল (র.) মাজারের প্রধান ফটকের সামনে এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া র্কমরত অবস্থায় একজন নারীকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় দেখতে পান। ওই নারীকে তার সন্দেহ হলে কনস্টেবল রাজুফা খাতুনের মাধ্যমে হালিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে হালিমা জানান, তার গ্রামের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে শনিবার পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে তা পরে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে কোম্পানীগঞ্জের পুলেরমুখ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে সিলেট নগরের শাহজালাল (র.) মাজারে আসেন।হালিমা বেগমের বিরুদ্ধে এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com