সিলেট ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
সু.ডাক ডেস্ক:
যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিডনিজনিত সমস্যা নিয়ে ১৮ নভেম্বর, বুধবার নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বেবী নাজনীন দেশটির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, কিডনি সমস্যাজনিত কারণে বুধবার অসুস্থ হয়ে পড়েন বেবী নাজনীন। এ সময় তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। বেবী নাজনীন দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন বলেও সূত্রটির পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, দেশের নীলফামারী জেলার সৈয়দপুরে বেবী নাজনীনের জন্ম। কিন্তু বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন বেবী নাজনীন।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে- ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’ এবং ‘ও বন্ধু তুমি কই’ অন্যতম।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com