সিলেট ১লা মার্চ, ২০২১ ইং | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েস মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মো.আলীর ছেলে মো.আজিজুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লালঘাট গ্রামের রইছ মিয়ার বাড়ির পাশ থেকে ৫ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর গতকাল শুক্রবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামি কে শুক্রবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com