সিলেট ২৭শে জুন, ২০২২ ইং | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
ইফতি রহমান:
বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে স্বীকৃতির এক বছর পুর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মল্লিকপুরস্থ জেলা পরিষদের হলরুমে জেলা মৎস্যজীবি লীগের সভাপতি দেবাশীষ দাস গুপ্ত (বাপ্পি)’ সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারন সম্পাদক মো. তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট।
তিনি বলেন,সুনামগঞ্জে মৎস্যজীবিদের সংখ্যা অনেক রয়েছে। মৎস্যজীবিলীগকে আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন মৎস্যজীবিলীগের নেতাকর্মীরা আগামীতে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের কাছে তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যেকোন আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী দিতে যারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করেছেন তাদেরকে আগামী জেলা ও উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদবী থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। একনেকে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনুমোদন পাওয়ায় আগামী ১২ই ডিসেম্বর সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে সুধীজনদের এক সভা রয়েছে বলেও তিনি জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মজ্ঞু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সহ সভাপতি মো.ফয়সল আহমদ, জেলা মৎস্যজীবিলীগের সহসভাপতি হোসেন আহমেদ রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক মো. রইছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রীনা রহমান, তাহিরপুর উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মো. আলম জিলানী সোহেল মিয়া, সদস্য সচিব মো.আজিজুল হকসহ জেলা ও উপজেলা শাখার মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com