সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
ইফতি রহমান:
“সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামস্ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ সভাপতি ডাঃমোঃ আব্দুল হাকিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী প্রমুখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ মোঃ রফিকুল ইসলাম, জুনিঃ কনসালটেন্ট (গাইনী) ডাঃ লিপিকা দাস, জুনিঃ কনসালটেন্ট (মেডিসিন)ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com