সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট’র ৪৮ তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।“মানবতাই শক্তি ” ঐ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল হুদা মুকুট প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের চারদিকে উন্নয়ন আর উন্নয়ন , একসময় অন্যান্য দেশ বাংলাদেশকে দারিদ্র দেশ বলত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বল্প মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট যে কোন দূর্যোগ মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকে সেই জন্য রেডক্রিসেন্টের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সভায় বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, কার্য নির্বাহী সদস্য অ্যাড.রইছ উদ্দিন, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
৪৮ তম বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com