সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ ইং | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
ইফতি রহমান:
শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর গ্রামে বীরঙ্গনা মুক্তাবানু’র গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হযেছে। মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ সংক্রান্ত আশ্রয়ণ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফজলুর কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক, সুনামগঞ্জ- মোহাম্মদ আব্দুল আহাদ; শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান- চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন; উপজেলা নির্বাহী কর্মকর্তা- মো: আল মুক্তাদির হোসেন; সিনিয়র সহকারী কমিশনার- মো: আরিফুল ইসলাম; সহকারী কমিশনার (গোপনীয়) মো: রিফাতুল হক; শাল্লা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ দাসসহ স্থানীয় লোকজন। বীরঙ্গনা মুক্তবানুর নিজের কোন বাসবাসের ঘর নেই। তিনি বর্তমানে তাঁর ভাইয়ের ঘরে বসবাস করছেন। মহান বিজয়ের মাসে জমি ও ঘর পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আটগাঁও ইউনিয়নের সোনাকানি গ্রামে মোট ৮৭টি পরিবারের মাঝে ২শতক করে খাস জমি বন্দোবস্ত পূর্বক গৃহ নির্মাণ করে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com