সিলেট ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
ইফতি রহমান:
সুনামগঞ্জ জেলা কারাগারে আবদ্ধ এক হাজতীর মৃত্যু হয়েছে । জেলা কারাগার সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে জেলের ভেতরে মো. খলিল মিয়া নামের এক আসামির হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানায়, খলিল মিয়া বিচারাধীন একটি ডাকাতি মামলার আসামি হিসেবে হাজতে ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম সুনামগঞ্জের ডাককে জানান, জেল থেকে নিয়ে আসা এক আসামির মৃত্যু হয়েছে। কেন মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বলা যাবে না।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার নুরশেদ আহমদ ভূঁইয়া জানান, জেলে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। সে বিকালে হঠাৎ অসুস্থ হলে সদর হাসপাতালে নেয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com