সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ ইং | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
মিজানুর রহমান মিজান:
সুনামগঞ্জ পৌর এলাকার হাছননগরে দিনেদুপুরে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের এক শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহত তালহা শহরের গুজাউড়া গ্রামের নুরুল হকের ছেলে। এমন বিভৎস ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। প্রকাশ্য দিনেদুপুরে নিজ বাড়ির সামনে শিশু হত্যার বিষয়টি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের হাছননগরস্থ গুজাউড়া ব্রীজের পশ্চিম পার্শ্বে নিহত তালহার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজন আব্দুল হালিম নামের এক বখাটে যুবককে আটক করে পুলিশে দিয়েছে। ঘাতক আব্দুল হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে। পুরো ঘটনাটি বাড়ির সামনে রক্ষিত একটি সিসিটিভির ক্যামেরা ধরা পড়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, তালহা শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। বাড়ীর লোকজন নিজ নিজ কাজে ব্যাস্থ ছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া আব্দুল হালিম নামের বখাটে ওই যুবক প্রথমে তাকে লাথি দিয়ে মাটিয়ে ফেলে দেয়। এরপর একটি ভারি পাথর দিয়ে মাথায় উপর্যুপরি পাঁচবার আঘাত করে। এতে তালহার মাথা তেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। আশেপাশের বাড়ির লোকজন গুরুতর অবস্থায় তালহাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনিত হলে সেখান থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহীদুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। একটি শিশুকে এভাবে কেউ খুন করতে পারে? স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বাড়ির একটি সিসিটিভির ক্যামেরায় ঘটনা ধরা পড়েছে।’ বখাটে আব্দুল হালিমের ফাঁসি দাবী করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com