সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ ইং | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপ-পরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিফাতুল হক। ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোবারক হোসেন ১ম স্থান, সৈকত দে সনাতন ২য় স্থান, পপি ধর ৩য় স্থান অর্জন করে এবং স্কুল পর্যায়ে আহসান হাবীব ১ম স্থান, জামিলুর রহমান ২য় স্থান এবং যুবায়ের আহমদ ৩য় স্থান অর্জন করে। সেমিনারের শেষ পর্যায়ে উল্লিখিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com