সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ ইং | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
মিজানুর রহমান মিজান:
সুনামগঞ্জ শহরতলীর হাছন নগরে প্রকাশ্য দিবালোকে নিহত শিশু তালহার হত্যাকারী ঘাতক আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে ন্যাক্কার জনক এই ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ সদর থানায় চাঞ্চল্যকর এ মামলাটি দায়ের করেন নিহত এনামুল হক মুসা(তালহা)এর চাচা নূর হোসেন। মামলায় এক মাত্র আসামি করা হয়েছে হত্যাকান্ডের সময় জনতা কর্তৃক হাতেনাতে আটক ঘাতক আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে (২৮)। সে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বাসিন্দা।
শনিবার শিশু তালহার হত্যাকারি ঘাতক আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে থানা হাজত থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাকিব নূরের আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, ঘাতককে আজ প্রকাশ্য আদালতে তোলা হলে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত: গত শুক্রবার দুপুরে এনামুল হক মুসাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে ঠান্ডা মাথায় খুন করে ঘাতক আব্দুল আলিম ওরফে ওমর ফারুক। মুমুর্শ অবস্থায় শিশু তালহাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগ থেকে সিলেটে রেফার্ড করা হয়। সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথেই ঘাতক আব্দুল আলিম ওরফে ওমর ফারুক কে আটক করে স্থানীয়রা, সে তালহাকে হত্যার স্বীকার করে বলে যে,“ মনের দু:খে মেরে ফেলেছি”। হত্যাকান্ডের প্ররো দৃশ্য পাশের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। ঘাতকের স্বীকারোক্তিমুলক ভিডিও ও সিসি ক্যমেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ঘাতকের ফাঁসির দাবীতে সোচ্চার হয়ে ওঠেছেন দেশ বিদেশের দর্শকবৃন্দ। মামলাটি দ্রুত বিচারের আওতায় এনে ঘাতকের ফাসিঁর দাবী জানিয়েছেন শহরবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com