সিলেট ২০শে মে, ২০২২ ইং | ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
মিজানুর রহমান মিজান:
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে মানববন্ধন করেছে সুনামগঞ্জ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। “জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” এই পতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির আয়োজনে গতকাল সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার( ট্রাফিক পয়েন্ট)-এ অনুষ্ঠিত মানববন্ধনে বক্ত্বব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মহিলা সংস্থা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি জেলা শাখার সভাপতি- ফৌজিআরা বেগম শাম্মী, সাধারণ সম্পাদক- কলি তালুকদার আরতি, সাংগঠনিক সম্পাদক- মনোয়ারা বেগম, সংগঠনের সদস্যা- রানু বেগম,সীমা খাসনবীশ, রওশনারা বেগম প্রমূখ।
অবিলম্বে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মদদ দাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে অসম্মানমূলক আচরণ করবে তাদের এদেশ থেকে বিতাড়িত করতে প্রয়োজনে আর একটি যুদ্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com