সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ ইং | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
:ইফতি রহমান:
সুনামগঞ্জ শহরের গুজাউড়া হাছননগরে চার বছরের শিশু এনামুল হক মুসার (তালহা) মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হালিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) আব্দুল হালিমকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। এ সময় বিচারক কুদরত ই এলাহী তার জামিন না মঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরশহরের গুজাউরা এলাকার নুরুল হকের ছেলে শিশু তালহা দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া আব্দুল হালিম প্রথমে শিশু তালহাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর একটি ভারী পাথর দিয়ে তালহার মাথায় বার বার আঘাত করে। এতে শিশুর মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়।
পাশের বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই আব্দুল হালিমকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। অভিযুক্ত আসামি হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com