সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ ইং | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
মিজানুর রহমান মিজান:
সুনামগঞ্জ শহর থেকে বিম্বম্ভরপুর তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা, এবং মধ্যনগর থানা সহ দেশের অন্যতম পর্যটন এলাকা টাংগুয়ার হাওড়ের সাথে যোগাযোগের একমাত্র সড়কের রাধানগর থেকে চালবন পয়েন্ট পর্যন্ত রাস্তাটি পথচারী ও যাত্রী সাধারনের জন্য যেনএক নতুন মরনফাঁদ। সড়কের বিভিন্ন স্থানের গর্ত ও খানাখন্দে পতিত হয়ে প্রতিদিন একাধিক যানবাহন বিনষ্ঠ হলে ও রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেননি। জেলা সদরের সাথে ৪ উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী হলে ও নিরোপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারো যাত্রী। রাস্তাটির এমন বেহাল দশার কারনে পর্যটকরা ও পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে পড়ছেন চরম দুর্ভোগে।
সরেজমিনে দেখা যায়, গত বর্ষাকালে একাধিকবার অকাল বন্যার পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় সড়কটি। আব্দুজ জহুর সেতুর পর থেকে চালবন পয়েন্ট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় বিটুমিন নষ্ঠ হয়ে উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হলে ও আজ পর্যন্ত মেরামত না করায় রাস্তাটি যাত্রীসাধারনের জন্য মরনফাঁদে পরিনত হয়েছে। প্রচন্ড ঝাঁকুনি সহ্য করে চলাচল করতে গিয়ে অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া প্রতিদিন ছোটখাটো যানবাহন গুলো দুর্ঘটনার শিকার হয়ে বিকল হয়ে রাস্তায় আটকে থাকে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির দৃষ্ঠি আকর্ষন করা হলেও কর্তৃপক্ষ সড়কটি মেরামতের কোন উদ্যোগ গ্রহন করছেন না। অনতি বিলম্বে জনগুরুত্বপূর্ন এ সড়কটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com