সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, শিক্ষার দিক দিয়ে সুনামগঞ্জ জেলা খুব পিছিয়ে রয়েছে,কিন্তু আমরা আর পিছিয়ে থাকতে চাই না, শিক্ষার দিক দিয়ে আমরা সবার চেয়ে এগিয়ে যেতে চাই, সেই জন্য সুনামগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে যা যা করণীয় তার সব করব আমি। সুনামগঞ্জ সদর উপজেলার হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় (বড়ঘাট) ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যায়ে ৪র্থ তলা বিশিষ্ট একাডেমির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে গতকাল শনিবার দুপুরে তাঁকে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমি আপনাদের মানুষ, আপনারা আমাকে নির্বাচনে জয়ী করেছেন, আপনাদের সেবা করার জন্য, সুখে দুখে আপনাদের পাশে থাকার জন্য, আমিও সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই, আপনারা যে কোন সমস্যায় পড়লে আমার কাছে যাবেন, কথা দিচ্ছি আমি যে কোনভাবে আপনাদের সমস্যার সমাধান করে দিব।
এসময় আরও বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মো.আব্দুল কাইয়ূম, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত আলী, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহরাব উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com