সিলেট ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
মিজানুর রহমান মিজান:
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
রবিবার সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিএনজি অটোরিকশা নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন সোহেল মিয়া একই সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শান্তিগঞ্জ আসার পর মুখোমুখি দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক সোহেল মিয়া গুরুতর আহত হন।
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। সিএনজিতে তিনি একাই ছিলেন। সোহেল মিয়ার বাড়ি সিলেটের লালাবাজার এলাকায়। তিনি সুনামগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মামুন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com