সিলেট ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
মিজানুর রহমান মিজান:
মুজিববর্ষ উপলক্ষে র্যাব-৯ এর সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সেবা সপ্তাহের পঞ্চম দিনে ও সুনামগঞ্জ ও সিলেটের ৫শ’ অসহায়ের হাতে খাবার তুলে দিয়েছেন র্যাব সদস্যরা। এরমধ্যে সুনামগঞ্জে ২০০ ও সিলেটে ৩০০টি খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সিলেটে ব্যাটালিয়ন অফিসের সামনে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন র্যাব-৯ এর অধিনায়ক লে:কর্ণেল আবু মূসা মো:শরীফুল ইসলাম। ব্যাটালিয়ন সদরের এ কর্মসূচির আওতায় ৩০০ জন অসহায় গরিবের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্পেশালাইজড কোম্পানী কমান্ডারের (ইসলামপুর ক্যাম্প) অতিরিক্ত পুলিশ সুপার মো:সামিউল আলম।
এছাড়াও সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) ও সিপিসি-৩ (সুনামগঞ্জ) ক্যাম্পের কোম্পানী কমান্ডার যথাক্রমে মেজর আহমেদ নোমান জাকি ও লে. কমান্ডার ফয়সাল আহমেদের ব্যবস্থাপনায় ২০০ জন দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com