সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ ইং | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
দক্ষিণসুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নস্থ তেরহাল গ্রামে ধামাইল বিলের মালিকানা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংর্ষের ঘটনায় জইনুদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি তেরহাল গ্রামের “তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতি”র সদস্য। গতকাল ভোরে বিলের কর্তৃত্ব নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুলবাঁক ইউনিয়নের ধামাইল বিলের মালিকানা নিয়ে স্থানীয় দুইটি মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে বিলের কর্তৃত্ব নিয়ে তেরহাল মৎস্যজীবী সমিতির আব্দুস সালামের গ্রুপ ও তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে এই সংঘর্ষে দুই পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। গুরুতর আহত জইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানূগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com