সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
ইফতি রহমান:
৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ২৫ জানুয়ারি সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে “তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার: আসক্তি রোধ”। এ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি(জুম অ্যাপসের মাধ্যমে) অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। জেলাপ্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থাপিত প্রকল্প পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com