সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ফুটবল ও ক্রিকেটাঙ্গনের একসময়ের কৃতী খেলোয়ার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রিড়াসংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবী, রেডক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের দীর্ঘকালীন সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর কাজির পয়েন্ট এলাকার বাসিন্দা আলহাজ নূরুল হক আম্বিয়া ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি গতকাল সকাল ৯.৪৫ মিনিটে আমেরিকার নিউর্জাসিতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পুত্র ,কন্যা,নাতি,নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ফজলুল হক আছপিয়া’র বড় ভাই। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব। অতি বিনয়ী, ও নম্রতার জন্য সুখ্যাতি রয়েছে তাঁর। কিছু মানুষ বহুমাত্রিক প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। তাঁদের প্রতিভার মাধ্যমে তাঁরা বিভিন্ন অঙ্গনকে আলোকিত করে যান। তেমনি একজন গুণিজন আমাদের সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের সব্যসাচী খেলোয়ার ছিলেন আলহাজ নূরুল হক আম্বিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মো.শেরগুল আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com